দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

১৬ জুন ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্থায়ী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী কায়সার কামাল জানান. এ দুই মামলায় খালেদা জিয়া আগে থেকেই জামিনে রয়েছেন। স্থায়ী জামিন প্রশ্নে আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ রায় দিয়েছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০১৯ সালে ১৮ জুন বেগম জিয়াকে এ দুই মামলায়  ছয় মাস করে জামিন দেন হাইকোর্ট। পরবর্তীতে জামিনের মেয়াদ বাড়ানো হয়। তার আগে খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে মামলাটি হয় ২০১৪ সালে আর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা হয় ২০১৬ সালে ।

এমকে


মন্তব্য
জেলার খবর