ভোলা প্রতিনিধি:
ভোলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনিত (নৌকা প্রতীক) প্রার্থীরা। বুধবার (১৫ জুন) ভোট শেষে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
বিজয়ীরা হলেন- দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নে হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউনিয়নে আব্দুল মালেক মাষ্টার, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে আক্তার হোসেন ও রমাগঞ্জ ইউনিয়নে গোলাম মোস্তফা।
প্রাপ্ত তথ্যমতে, হামিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৬শ’ ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আবী আবদুল্যাহ কিরণ পাটোয়ারি (আনারস মার্কা) পেয়েছেন ৭ শত ৫০ ভোট। আবদুল মালেক মাষ্টার পেয়েছেন ৪ হাজার ৪২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব (চশমা ) পেয়েছেন ২ হাজার ৬ শ’ ৯৩ ভোট। গোলাম মোস্তফা পেয়েছেন ৮ হাজার ২ শ’ ৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মাওলানা ঈমাম উদ্দিন শামিম পেয়েছেন ১ হাজার ৫ শ’ ৩০ ভোট। আক্তার জোসেন পেয়েছেন ১৪ হাজার ২ শ’ ২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা ) মাওলানা লোকমান হোসেন পেয়েছেন ১ হাজার ৬ শ’ ২০ ভোট। দৌলতখান উপজেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম খান ও লালমোহন উপজেলা রিটার্নিং অফিসার আমির খসরু গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান শাহীন/এমকে