এম.এ জিন্নাহ, চাটমোহর:
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, স্টেশনে টিকিট কালোবাজি ও মোবাইল ছিনতাই প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে পাবনার চাটমোহরে আলোচনা সভা করেছে রেলওয়ে পুলিশের সিরাজগঞ্জ বাজার থানা। পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে চাটমোহর রেলস্টেশনে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে এ সভা হয়, সভাপতিত্ব করেন এসআই আতোয়ার ইসলাম।
সভায় বক্তারা ট্রেনে পাথর নিক্ষেপ, টিকিট কালোবাজারি, মোবাইল ছিনতাইসহ আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান। সেই সঙ্গে এ ব্যাপারে রেল পুলিশকে সহযোগিতা করাসহ স্ব স্ব জায়গা থেকে নাগরিক দায়িত্ব পালনের কথাও বলেন। বক্তব্য দেন- চাটমোহর স্টেশন মাস্টার সাব্বির হোসেন, সিরাজগঞ্জ রেল পুলিশের ওসি হারুন-অর রশিদ,মুলগ্রাম ইউপির মেম্বার ইমাম হোসেন, রেলবাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম লিখন, সাধারণ সম্পাদক আলম সরকার, প্রচার সম্পাদক আ. জলিল, কালেরকণ্ঠ শুভ সংঘের সভাপতি সুজন আলী প্রমুখ।
মহিদুল খান