সরকারি চাকরিতে শূন্যপদ প্রায় ৪ লাখ

১৬ জুন ২০২২

বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্যপদ রয়েছে তিন লাখ ৯২ হাজার ১১৭ টি।  আর ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত বিসিএসের মাধ্যমে ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের বৃহস্পতিবারের (১৬ জুন) প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর  সভাপতিত্ব অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রতিমন্ত্রী আরো জানান, ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত  প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৫ হাজার ১৪৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০-১২তম গ্রেড) সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে কর্ম কমিশন নবম ও তদূর্ধ্ব গ্রেডের পদে চার হাজার ৬৫৮ জনকে এবং দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ৪২ হাজার ৪০ জনকে নিয়োগের সুপারিশ করে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর