বিএইচআরআই-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

১৭ জুন ২০২২

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (বিএইচআরআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৯ম, ১০ম ও ১১তম গ্রেডে শূন্য পদে একাধিক কর্মী নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন  করা যাবে ২৬ জুন ২০২২ থেকে ১৬ জুলাই ২০২২ পর্যন্ত।

 

১. পদের নাম: রিসার্চ অফিসার/রিসার্চ ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন ডিভিশন)

পদসংখ্যা: ২

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে স্নাতক ডিগ্রি। গৃহ নির্মাণ ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

 

২. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে পুরকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

 

৩. পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (বিল্ডিং মেটেরিয়ালস ডিভিশন)

পদসংখ্যা: ২

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/গণিত/পদার্থবিদ্যাসহ অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

 

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

 

বয়সসীমা: ২০২২ সালের ১ জুন তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

 

যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: ১ ও ২ নম্বর পদের জন্য সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদে সিরাজগঞ্জ ও বগুড়া জেলা বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।


মন্তব্য
জেলার খবর