মন্তব্য
গত বছরের মতো এবারো ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পাঠানো রাজশাহীর বিখ্যাত হাঁড়িভাঙা আম শুক্রবার (১৭ জুন) বিমানযোগে দিল্লিতে এসে পৌঁছেছে। আর সে আম তাদের বাসভবনে পৌঁছে দিয়েছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। নরেন্দ্র মোদির প্রিয় ফল হচ্ছে আম, সে কথা সুবিদিত।
গত বছর রামনাথ কোভিন্দ ও নরেন্দ্র মোদিসহ বাংলাদেশের লাগোয়া ভারতের অঙ্গরাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের আম উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজশাহীর এ আম ইতোমধ্যেই ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এমকে