মন্তব্য
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে কার্যক্রম আগামী ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে। উজানের ঢল এবং অতিরিক্ত বৃষ্টির পানি বিমানবন্দর এলাকায় প্রবেশ করায় এ সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুক্রবার ( ১৭ জুন) বিকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিমানবন্দরটির পরিচালক হাফিজ আহমেদ।
হাফিজ আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্তও ফ্লাইট ওঠানামা করছিল। কিন্তু এরপর বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে তলিয়ে যায়। এর কারণে বিকালে বেবিচক থেকে এ সিদ্ধান্ত আসে। সিলেটে বন্যার কারণে সারাদেশে এসএসসি সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে, বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।
এমকে