বৃষ্টি থাকতে পারে ৩ দিন

১৭ জুন ২০২২

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টায় প্রায় সব বিভাগে বৃষ্টি হতে পারে। আর এ বৃষ্টি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। শুক্রবার (১৭ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলছে- রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে, ১০৯ মিলিমিটার। এ ছাড়া রাজারহাটে ৮৬, তেঁতুলিয়ায় ৮২, কক্সবাজারে ৭৮, সিলেট ৬৭, নেত্রকোনায় ৬৫,মাদারীপুরে ৬৪ শ্রীমঙ্গলে ৬০ ও চট্টগ্রামে ৫৪ বৃষ্টি হয়। ঢাকায় হয়েছে মাত্র ২ মিলিমিটার বৃষ্টি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর