অল্প সময়েই পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে দ্রব্যমূল্য: ওবায়দুল কাদের

১৫ মার্চ ২০২২

অল্প সময়ের মধ্যেই সরকার দেশের বাজারে দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বলে আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির বিরুপ প্রভাব দেশের বাজারেও পড়েছে। সেই সঙ্গে রয়েছে অসাধু মহলের ষড়যন্ত্র আর মুনাফা লোভী মজুদদারগোষ্ঠীর অপতৎপরতা। তবে এ সংকট থাকবে না বেশি দিন। মঙ্গলবার (১৫ মার্চ) এক বিবৃতিতে  বিষয়টি জানান ওবায়দুল কাদের।

দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে আমদানি পর্যায়ে তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কমানো জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বলা হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ অতিরিক্ত দাম নিলে ১৬১২১ নাম্বারে ফোন করে অভিযোগ করার সুযোগ রাখা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে । পাশাপাশি অসাধু মুনাফা খোর মজুদদারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এরপরও নিত্যপণ্যের বাজার নিয়ে বিএনপি বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে- মন্তব্য করেন ওবায়দুল কাদের।  

এমকে


মন্তব্য
জেলার খবর