২০১১-এ রোহিত শেট্টির ছবিতে অজয় দেবগণের ধমাকা এখনও ভুলে যাননি দর্শকেরা। উৎসাহ বাড়িয়েছিল ২০১৪-র সিংঘম-২ও। তারপর থেকেই নতুন সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন ভক্তরা। আট বছর পরে অবশেষে মিলল সেই সুখবর। মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক রোহিত শেট্টি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ‘সিংঘম-৩’। ইতিমধ্যেই ছবির প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। আগামী বছরই সিক্যুয়েল ছবিটির শ্যুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিচালক। ‘সিংঘম-৩’ আগের সব ছবির রেকর্ড ভেঙে দেবে বলেও জানান তিনি।
এ মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজে ব্যস্ত রোহিত, যার মধ্যে রয়েছে রণবীর সিংহের ‘সার্কাস’। পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজের মতো নায়িকা-শোভিত ছবিটি মুক্তি পাওয়ার কথা ডিসেম্বরে। এ ছাড়াও, কাজ চলছে সিদ্ধার্থ মলহোত্র অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর। এ সিরিজের হাত ধরে সিদ্ধার্থের সঙ্গে রোহিত প্রথম পা রাখছেন ওটিটি-দুনিয়ায়। তার শ্যুটিং এখনও শেষ হয়নি।
রোহিত বলেন, ‘‘আন্তর্জাতিক স্তরেই ভালো ছবি হয়— এমনটাই ধরে নেন মানুষ। আমি ভারতেই এমন ছবি বানাতে চাই, যা আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হবে।’’