ছেলের ছিল বদ মেজাজ। সেই সাথে প্রেমিকার তালিকাও ছিল বেশ বড়। একের পর এক প্রেম। প্রিয়ঙ্কা চোপড়া, সোনম কপূর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ। কেউ বাদ যায়নি। তবে কাকে যে বিয়ে করবেন রণবীর কপূর? অনুরাগীদের যা কৌতূহল, মা নীতু কপূরের সেটাই ছিল মহা দুশ্চিন্তার কারণ। যে চিন্তা আপাতত ধুয়েমুছে সাফ করে দিয়েছেন আলিয়া ভাট।
নতুন ছবি ‘যুগ যুগ জিয়ো’র প্রচারে ‘রণলিয়া’র বিয়ের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী নীতু কপূরের গলায় একরাশ স্বস্তি। বললেন, ‘‘আলিয়া এসে ওর ভালবাসা আর সম্পর্কের উষ্ণতায় একেবারে বদলে দিয়েছে আমার ছেলেটাকে। আমি ভীষণ, ভীষণ খুশি। ওদের দু’জনকে একসঙ্গে কী ভাল লাগে। আলিয়া আমাদের পরিবারে আসাটা বড্ড আনন্দের। এ বদলটা ভারী তৃপ্তি দিয়েছে আমায়। ছেলের বিয়ের চিন্তাও কেটেছে শেষমেশ।’’
এপ্রিলে বিয়ে হয়েছিল রণবীর-আলিয়ার। কপূর ও ভাট পরিবার এবং একেবারে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। হইহুল্লোড়, উদ্যাপন মিটতেই ফের নিজেদের ব্যস্ততার রুটিনে ফিরেছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস কপূর’।