যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে সিলেট

১৮ জুন ২০২২

রানওয়েতে পানি ঢোকায় শুক্রবার বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়, তিন দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয় বিমানবন্দরের কার্যক্রম। ওদিকে রেল লাইন ডুবে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে শনিবার দুপুরের দিকে। মহাসড়কে ‍কিছু যানবাহন চললেও সেটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ওদিকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় মোবাইল ফোন আপরেটরদের নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। ফলে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে সিলেটের। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিলেটে দ্বিতীয় দফায় বন্য দেখা দিয়েছে।

শনিবার (১৮ জুন) সিলেটের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার সাংবাদিকদের জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে এ রুটে। সিলেটের পরিবহন নেতা আবদুল গফুর স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ও সিলেটগামী বিভিন্ন সড়কও পানিতে তলিয়ে গেছে। ঢাকা-সিলেট মহাসড়কে কিছু যানবাহন চলছে এখনো। কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যাবে বলে মনে করেন তিনি। তবে ওসমানীনগর, বালাগঞ্জ ছাড়া সিলেটের বাকি উপজেলার সঙ্গে বাস চলাচল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।

এদিকে বন্যার পানি ওঠায় সিলেট-সুনামগঞ্জের সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার দুপুরের দিকে। সিলেটের ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর