এমপি-মন্ত্রীদের রাস্তায় নামার আহবান ফখরুলের

১৫ মার্চ ২০২২

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের জনগণ কেমন আছে তা দেখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের রাস্তায় নামার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের উদ্দেশ্যে বলেছেন, এসি রুমে বসে মানুষের দুঃখ বুঝতে পারছেন না ক্ষমতাসীনরা। মঙ্গলবার (১৫) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ আহবান জানান।  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী তাঁতীদল এ সমাবেশ করে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, মা তার সন্তানকে খেতে দিতে না পারায় সন্তানের মুখে বিষ তুলে দিয়ে নিজেও বিষ খেয়ে মরছে, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মরছে। গলায় দঁড়ি দিয়ে মরছে। আজ অহরহ ঘটছে এসব। অথচ ‌‌ক্ষমতাসীনরা বলছে, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে।

মির্জা ফখরুল বলেন,  সাধারণ মানুষের আয় ১৫ হাজার টাকার বেশি নয়। তার চেয়ে ক্ষমতাসীনদের আয় অনেক বেশি। মাসে এক হাজার কোটি টাকা যাদের আয়, তাদের সঙ্গে সাধারণ মানুষের গড় আয় মিলিয়ে জনগণকে বোকা বানাচ্ছে সরকার। মাথাপিছু আয়ের মিথ্যা বক্তব্য আর উন্নয়নের বুলি শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছু নয়- যোগ করেন বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগ সরকারের শাসনামল প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান,  যখনই ক্ষমতায় তারা এসেছে, তখনই তারা এ দেশকে দুর্ভিক্ষের মধ্যে ফেলেছে। ১৯৭৪ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন এ দেশে দুর্ভিক্ষ হয়েছিল। সে সময় না খেয়ে লাখ লাখ মানুষ মারা গেছে। মির্জা ফখরুল তার বক্তব্য নির্বাচন কমিশনের সংলাপের বিষয়টিও তুলে ধরেন। সমাবেশে সভাপতিত্ব করেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।  

এমকে

 


মন্তব্য
জেলার খবর