রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৪০ কেজি তামার তার উদ্ধার, আটক ৪

১৮ জুন ২০২২

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে চুরি হওয়া ১৪০ কেজি বৈদ্যুতিক তামার তার উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকালে খুলনার বটিয়াঘাটার বরণপাড়া ফেরীঘাট এলাকা থেকে তার উদ্ধারসহ তাদের আটক করা হয় ৷

আটকরা হচ্ছে- রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের বাসিন্দা ডালিম শেখ (৩৮), বড় দূর্গাপুর গ্রামের বাসিন্দা রাসেল শেখ (২৩), কাষ্টোবাড়িয়া গ্রামের ফাহিম শেখ (২২) ও কচুয়ার  মনিরুল মাঝি (২২)।

র‌্যাব-৬ জানায়, শুক্রবার রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অর্ন্তভূক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল (তার) ড্রাম হতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল চুরি হয় ৷ ঘটনাটি লিখিতভাবে র‌্যাবকে জানায় গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব।  ওই ৪ জনকে তল্লাশি করে চোরাইকৃত ১৪০ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবল, তাদের ব্যবহৃত ৪ মোবাইল ফোন ও তাদের কাছে থাকা নগদ-৬০০ টাকা উদ্ধার করা হয় ৷ আটককৃতদের খুলনার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে ৷

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর