সিলেটের বন্যা পরিস্থিতির জন্য নতজানু পররাষ্ট্রনীতি দায়ী

১৮ জুন ২০২২

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বন্যা পরিস্থিতির জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও সরকারের প্রতি জনগণের অবহেলাকে দায়ী করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার গত একযুগেও ভারতের সঙ্গে দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টনের চুক্তি করতে সক্ষম হয়নি। ফলে হঠাৎ করেই ভারত ফারাক্কার গেট খুলে দেয়, তখন যে পানির ঢল আসে- সেই ঢল সামলানো সম্ভব হয় না।

শনিবার (১৮ জুন) রাজধানী ঢাকার ভাটারায় ঢাকা উত্তর বিএনপির কয়েকটি ওয়ার্ড সম্মেলনে এসব কথা বলেন। বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত ঘোষণা করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, কোনও বিলম্ব না করে এসব অঞ্চলের জনগণের জন্য ত্রাণের ব্যবস্থা করা হোক। বন্যায় যাতে কম ক্ষতি হয়, সেটা দেখার দায়িত্ব সরকারের।

বন্যা পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন- সিলেট, সুনামগঞ্জ থেকে শুরু করে উত্তরে লালমনিরহাট, কুড়িগ্রামসহ সব অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। ফারাক্কার সব গেট খুলে দেওয়া হয়েছে, এখন পদ্মা-মেঘনা-যমুনা সব নদীর পানি বাড়তে থাকবে। দেশের মানুষকে ভাসিয়ে দেবে; তাদের ফলসকে, বাড়িঘর, গবাদিপশু- সব সম্পদ ভাসিয়ে নিয়ে চলে যাবে।

এ সময় মির্জা ফখরুল পদ্মা সেতু উদ্বোধন নিয়ে সরকারের আশঙ্কা করা দুর্ঘটনা কী, সেটা চানতে চান। পাশাপাশি নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন। ৩৯ নম্বর ওয়ার্ড আহবাযক এসএম কামরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।

এমকে


মন্তব্য
জেলার খবর