নূপুর শর্মাকে এখন ভারতের একজন বড় নেত্রী হিসেবে উপস্থাপন করা হবে এবং দিল্লির মুখ্যমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বীও বানানো হতে পারে বলে আশঙ্কা করেনছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
তিনি বলেন, ‘নূপুর শর্মাকে গ্রেপ্তার করা উচিত। ভারতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা সংবিধান অনুযায়ী ব্যবস্থা চেয়েছি। আমি জানি, আগামী ছয়-সাত মাসের মধ্যে নূপুর শর্মাকে বড় নেত্রী বানানো হবে। নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে।’
আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, ‘বিজেপি নূপুর শর্মাকে রক্ষা করছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, কিন্তু এ ব্যাপারে তিনি একটি কথাও বলছেন না। এআইএমআইএম একটি অভিযোগ দায়ের করেছে এবং একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিল্লিতে পুলিশ পাঠাতে এবং নূপুর শর্মাকে তেলেঙ্গানায় নিয়ে আসতে বলতে চেয়েছিলাম।’