ভারতের উত্তরপূর্বের দুই রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৪২ জনে পৌঁছেছে। বন্যায় এ দুই রাজ্যে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও প্রায় ৩০ লাখে পৌঁছেছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে।
কয়েক দিনের বন্যার কারণে এখন পর্যন্ত আসামে ২৪ ও মেঘালয়ে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। শুক্রবার থেকে টানা বর্ষণে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ত্রিপুরায়ও ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
গত ৬০ বছরে এবারই আগরতলায় তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হলো বলে জানিয়েছে সরকারি বিভিন্ন সূত্র। বন্যার কারণে শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
১৯৪০ সালের পর মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিও সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যা মৃতদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আসামে এরই মধ্যে বন্যায় চার হাজারের বেশি গ্রাম প্লাবিত হয়েছে; এক লাখ ৫৬ হাজার মানুষকে ৫১৪টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় রাজ্যটির একাধিক বাঁধ, কালভার্ট ও সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।