শিক্ষিকার বাসা থেকে পালিয়ে হাসপাতালে ভর্তি শিশু গৃহপরিচারিকা

১৫ মার্চ ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে এক শিক্ষিকার শিশু গৃহপরিচারিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তার বাসা থেকে পালিয়ে নিজের পরিবারের কাছে যায় ভুক্তভোগী। অভিযোগ কাজে ভুল হলেই শিক্ষিকা দম্পতি তাকে  নির্যাতন করতো। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় সুযোগ বুঝে বাসা থেকে পালায় সে।

অভিযুক্ত দম্পতি হচ্ছে পূর্বচরকচ্চপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মেরিয়া জাহান ও তার স্বামী সাদ্দাম ওরফে মামুন। ভুক্তভোগী হচ্ছে- পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের সবুজ হাওলাদারের মেয়ে চাঁদনী (১২)। গত রোববার ওই শিক্ষিকার বাসা থেকে পালায় সে। তাকে ভর্তি করায় হয় বাউফল হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে নিজের বাসার জন্য তাকে পরিচারিকা নিযুক্ত করেন মেরিয়া জাহান- মামুন দস্পতি। মেরিয়ার বাবার বাড়ি বাউফল উপজেলায়। ভুক্তভোগীর বাবা তাদের দুরসম্পর্কের আত্মীয়।

চাঁদনী জানান, বাসায় কাজ করতে এনে ভুল হলেই মামুন ও তার স্ত্রী মেরিয়া প্রায় সময় মারধর করতো। বাড়িতে কোন যোগাযোগ করতে দেয়নি।  রোববারও মারধর করলে সুযোগ পেয়ে পালিয়ে নিজ বাড়ি বাউফলে চলে আসি।

অভিযুক্ত স্কুল শিক্ষিকার সাথে মোবাইলে যোগাযোগে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। মামুন বলেন, মেয়েটি আমাদের দুর সম্পর্কের আত্মীয়। বিষয়টি ভুল বুঝাবুঝি হয়েছে। ওই মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, বিষয়টি এক সাংবাদিক আমাকে জানিয়েছেন। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অগিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর