পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট যাবেন প্রধানমন্ত্রী

১৯ জুন ২০২২

ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বন্যা কবলিত মানুষের দুর্দশা সরেজমিনে পর্যবেক্ষণ করতে সিলেট অঞ্চলে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকালে হেলিকপ্টারে যোগে যাবেন তিনি। রোববার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছে।

জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের চিত্র নিজ চোখে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়  দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সফরকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ কর্মসূচিতেও অংশ নিতে পারেন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর