প্লাবিত জেলায় অবনতি, নতুন তিন জেলা আক্রান্তের আশঙ্কা

১৯ জুন ২০২২

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪-৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনাসহ  লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এ সময় নতুন করে প্লাবিত হতে পারে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চল। উজানে ভারী বৃষ্টির কারণে দেশের সব নদ-নদীর পানি বাড়ছে। এ কারণে অবনতিসহ নতুন এলাকা প্লাবিত হতে পারে। রোববার (১৯ জুন) এমন পূর্বাভাস দেওয়া হয়েছ।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরো বলছে, দেশের  প্রধান সব নদ-নদীরপানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ৯ নদীর ১৮ পয়েন্টের পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ সব প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটের জাফলং, ৩১৭ মিলিমিটার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর