বন্যার্তদের নিয়ে অপরাজনীতি করছে বিএনপি: কাদের

১৯ জুন ২০২২

দুর্যোগপূর্ণ বন্যার এ সময়ে দেশের সব মানুষের উচিত দুর্যোগকবলিত মানুষের পাশে থাকা। অথচ দুর্ভাগ্যজনক বিএনপি দুর্যোগকবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে তাদের নিয়ে অপরাজনীতি শুরু করেছে। রোববার (১৯ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারকে নিয়ে কোনো রকম বিষোদ্‌গার বা দোষারোপ না করে  দুর্যোগের এ সময় বিএনপির নেতাকর্মীরা দুর্গতদের পাশে দাঁড়াবে বলেও ‍বিবৃতিতে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

সিলেটের বন্যাকে মানবসৃষ্ট নয়, প্রাকৃতিক দুর্যোগ উল্লেখ করে বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরো বলেন, এ দুর্যোগকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ থেকে বিরত থাকুন। জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন ধরনের মিথ্যাচার ও অপপ্রচার পরিত্যাগ করুন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনার সরকার অতীতের যে কোনও সরকারের চেয়ে সফলতা অর্জন করেছে, বাংলাদেশের সফলতা বিশ্বসভায় প্রশংসিত হয়েছে।

সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতিতে সরকারের তৎপরতা প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, বন্যা কবলিত মানুষের জানমাল রক্ষায় শেখ হাসিনার সরাসরি নির্দেশে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসন সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। কোনো রাস্তার কারণে বন্যার পানি নামতে বাধা পেলে প্রয়োজনে সেই রাস্তা কেটে ফেলতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার পানি নেমে গেলে এ তৎপরতা আরও জোরদার করা হবে।

ওবায়দুল কাদের জানান, অতীতে কোনো দুর্যোগ মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের প্রচেষ্টা ও উদ্যোগ জনগণ দেখেনি। লিপ সার্ভিসের মাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে তারা শুধু মিথ্যাচারের রাজনীতি করেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর