৫০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আ.লীগ: শেখ সেলিম

১৯ জুন ২০২২

২০৫০ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে জাতীয় সংসদে এমন মন্তব্য করেন। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে রোববার (১৯ জুন) ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রবীণ এ সংসদ সদস্য।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ওরা (বিএনপি) বলে আওয়ামী লীগকে টেনে নামাবে। এ টানা আরম্ভ করছে ২০০৯ সাল থেকে। ওরা যত টানবে, আমাদের ক্ষমতা তত বাড়বে। আজকে ২২ সালে এসেছি। আর একবার টান দিলে একবারে ৫০ সালে চলে যাবো।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। শেখ সেলিম জানান, বিএনপি বলে বাংলাদেশ শ্রীলংকা হবে। শ্রীলংকা হলেই ওরা খুশি হয়। কিন্তু বাংলাদেশের অর্থনীতি খুব মজবুত। আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, পাকিস্তান, ভারত- দক্ষিণ এশিয়ার সব দেশের চেয়েও মজবুত। প্রধানমন্ত্রী দেশকে যে ধারায় পরিচালিত করছেন, তাতে বাংলাদেশ কখনও শ্রীলংকা হবে না, হবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সুইজারল্যান্ড।

এমকে

 


মন্তব্য
জেলার খবর