বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণকে তার আবাসস্থলেই (সুন্দরবন) অবমুক্ত করা হয়েছে। তার আগে মোংলা বন্দরের শিল্পাঞ্চলের ইপিজেড প্রধান গেট এলাকা থেকে চিত্রা প্রজাতির এ হরিণ উদ্ধার করা হয়। উদ্ধার ও অবমুক্ত একই দিনেই করে বন বিভাগ ৷
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, হরিণটি আনুমানিক ৮/৯ মাস আগে সুন্দরবন সংলগ্ন ঢাংমারী এলাকার নদী সাঁতরে বন্দর এলাকার পিকনিক কর্ণারে আশ্রয় নেয়৷ এরপর থেকে বন্দর এলাকায় যেসব ঝোপঝাড় আছে, সেসব জায়গায় বিচরণ করতো। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বন্দর শিল্পাঞ্চলের শ্রমিকরা ইপিজেড এলাকায় হরিণটিকে অসুস্থ দেখতে পেয়ে বন বিভাগকে জানায় ৷ উদ্ধারের পর হরণটিকে প্রাথমিক চিকিৎসা দেয় ৷ সুস্থ হওয়ার পরে সুন্দরবনে অবমুক্ত করা হয় ৷
অমিত পাল/এমকে