পরবর্তী শ্রীলঙ্কা হতে যাচ্ছে পাকিস্তান: ইমরান খান

২০ জুন ২০২২

পাকিস্তানে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দেশটিকে শ্রীলঙ্কার পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সদস্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

 

রোববার মূল্যস্ফীতির বিরুদ্ধে ডাকা বিক্ষোভ সমাবেশেকে বক্তব্য দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। করাচি, পেশোয়ার, মুলতান, ইসলামাবাদসহ পাকিস্তানের বড় বড় শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

 

বিক্ষোভ সমাবেশে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য দেন ইমরান খান। এ সময় তিনি তার দেশের দলীয় কর্মীদের সম্বোধন করে বলেন, ‘নিজেদের ভালোর জন্য’ এ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করতে হবে এবং বর্তমান ‘আমদানি করা সরকারের বিরুদ্ধে সংগ্রামকে আরও জোরদার করতে হবে।

 

ইমরান খান বলেন, ‘আমি আপনাদের মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছি। এ আন্দোলন আপনাদের নিজের আন্দোলন। বেতনভোগী, কৃষক ও শ্রমিকসহ দরিদ্র শ্রেণি মুদ্রাস্ফীতির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাদের আবারও প্রতিবাদের আহ্বান জানাচ্ছি। এ আন্দোলন অবাধ ও স্বচ্ছ নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা শুধু নির্বাচন চাই না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।’


মন্তব্য
জেলার খবর