প্রসেনজিতের ছবি সুপার ফ্লপ

২০ জুন ২০২২

তিন দিন হলো মুক্তি পেয়েছে কোলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় অভিনীত ছবি ‘আয় খুকু আয়’। ছবিটি প্রযোজনা করেছেন অভিনেতা জিৎ। ছবিটির ট্রলার প্রকাশের পর যে আশা জাগিয়েছিল, তা রাখতে পারেনি। ‘আয় খুকু আয়’ হলে দর্শক টানতে পারেনি।

 

ছবিটির প্রযোজক জানান, “ছবিটা সুপার ফ্লপ। যাদের আমরা ‘সুপারস্টার’ বলে মাথায় তুলে রাখি, অধিকাংশ ক্ষেত্রেই তাদের ছবি কাজ করে না। শেষ যে কয়েকটা ছবি হিট হয়েছে, ‘অপরাজিত’-তে নতুন মুখ আর ‘বেলাশুরু’-তে সে অর্থে সবাই নায়ক।

 

তিনি আরো জানান, ‘দেবের ছবি যদিও চলে, প্রসেজিৎ, জিতের ছবি চলছে কোথায়। তার মানেই দর্শকরা ইঙ্গিত দিচ্ছেন- এবার নতুন মুখ চাই।”

 

তারকাদের জন্য বার্তা দিয়ে এ প্রযোজক বলেন, “তারা তো ‘সুপারস্টার’, নিজেদের পারিশ্রমিক কিছুটা কমিয়ে নতুনদের সুযোগ করে দিন। আমিই নায়ক, আমিই ইন্ডাস্ট্রি এ ফর্মুলা আর কাজ করছে না। তবে প্রযোজকরা নতুন কিছু করার ঝুঁকি নিতে পারবে।’’


মন্তব্য
জেলার খবর