বগুড়ায় ফাঁস লাগানো এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

২০ জুন ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে এইচএসসির এক পরীক্ষার্থী লাশ রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুন) ভোরে নাকুয়া গ্রামে তাদের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা। তার পরিবারের সদস্যদের দাবি, এন্ড্রোয়েড মোবাইল কিনে না দেওয়ায় সে আত্মহত্যা করেছে। সে গ্রামটির বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮)। চান্দাইকোনার হাজ্বী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের শিক্ষার্থী ছিল।

জানা যায়, রাতে ঘরে শুয়েছিল সোহেল রানা। ভোরে গরুকে খাওয়ানোর জন্য তাকে ডাক দেয় তার মা। কিন্তু কোনো সারা না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢোকে। এ সময় তীরের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে চিৎকার দেন তারা। প্রতিবেশীরা এসে লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

এর আগে নিজের জন্ম নিবন্ধনের ভুল সংশোধন ও এন্ড্রোয়েড মোবাইল ফোন কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা চায় সোহেল রানা। তার বাবা পরীক্ষা শেষে মোবাইল ফোন কিনে দেওয়ার আশ্বাস দেয় তাকে। তাৎক্ষণিক টাকা না দেওয়ায় অভিমান করে ফাঁস নিয়েছে বলে জানা যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর