ভোলায় ২ গাঁজার গাছসহ চাষী আটক

২০ জুন ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলায় গাঁজার দুটি গাছসহ মানিক বেপারী (৫৫) নামের এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুন) ভোরে বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

মানিক বেপারী ওই ওয়ার্ডের চৌমুহনী এলাকার বাসিন্দা। গাছ দুটির ওজন ২ কেজি ৪ শ’ গ্রাম। ভোলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২ টি গাঁজা গাছসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর