৬০ বছর থেকে আমৃত্যু মিলবে সর্বজনীন পেনশন সুবিধা

২০ জুন ২০২২

দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনো নাগরিক সর্বজনীন পেনশন আওতায় আসবে। ৬০ বছরের পর থেকে এ পেনশন কার্যকর হবে, তখন থেকে আমৃত্যু মিলবে সর্বজনীন পেনশন সুবিধা। এমন বিধান রেখে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ৫০ এর বেশি বয়সীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা হয়েছে। পেনশনের জন্য মাসে কত টাকা (প্রিমিয়াম) জমা রাখতে হবে, সে বিষয়টি পরে বিধিমালায় নির্ধারিত হবে। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, কেউ ৭৫ বছর বয়সের আগে মারা গেলে তার নমিনিকে তার বয়স ৭৫ হওয়া পর্যন্ত পেনশন সুবিধা দেওয়া হবে।  টাকা জমা দেওয়া শুরু করে ৫০ বছরের আগে কেউ মারা গেলে সে ক্ষেত্রে জমা করা টাকা মুনাফসহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ১৮ কোটি জনসংখ্যার মধ্যে সরকারি চাকরি করছেন ১৪ লাখ মানুষ। এদের জন্য পেনশন সুবিধা রয়েছে। বাকি জনসংখ্যার কোনও পেনশন সুবিধা নেই। এ বিপুল সংখ্যাক মানুষকে পেনশনের আওতায় আনতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর