ইবিতে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটি ঘোষণা

২০ জুন ২০২২

ইবি প্রতিনিধি :

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের  কমিটি ঘোষণা করা হয়েছে। ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে  আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলিয়াস সৈকতকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে এ সংগঠন আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।  সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেন নতুন কমিটির ঘোষণা দেন।

নতুন কমিটির অন্যান্য সদস্য হলেন- সহসভাপতি মো. সালাউদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন ডলি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রোমান, সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান, দপ্তর সম্পাদক শাওন, কোষাধ্যক্ষ রিহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াস, উপতথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিক হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরে বায়েজিদ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হামীম প্রধান, উপসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান মৃধা, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফসা, ছাত্রী বিষয়ক সম্পাদক হামিদা আকন্দ, ক্রীড়া সম্পাদক ফুয়াদ হাসান ফাহিম, উপক্রীড়া সম্পাদক রেদওয়ানুল আলম, কার্যকরী সদস্য- আশিকুর রহমান, সোলায়মান চৌধুরী, সাদ, সৌরভ শিকদার, মেহেদি হাসান সৌরভ, ফয়সাল আহমেদ, নাফিস, আসাদ, লিয়ানা, আলামিন, ফাহাদ, হাবীব শিকদার, শিপন ও বায়েজিদ বোস্তামি।

 

তাসনিমুল হাসান/এমকে

 


মন্তব্য
জেলার খবর