আগের তিনটি নির্বাচনের মতো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবেই অংশ নেবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ১৪ দলীয় জোটের বৈঠকে জোটের বাকি নেতাদের এ নিশ্চয়তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন শেখ হাসিনা। প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য, জোটের ভবিষ্যৎ ও আগামী সংসদ নির্বাচনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আমির হোসেন আমু জানান, আসনের বিষয়ে আরো আলোচনা প্রয়োজন, এটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আলোচনা তফসিল ঘোষণার পরে হবে।
বৈঠক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডেন্ট আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ বক্তব্য দেন।
এমকে