ইমরান খানের পতনের পর পাকিস্তানের ক্ষমতায় আসেন শাহবাজ শরীফ। তার ক্ষমতামলে ইতিহাসের সর্বোচ্চ দরপতন দেখল পাকিস্তানি। সোমবার দেশটির আন্তঃব্যাংক মার্কেটে এক ডলারের দাম উঠে যায় ২১০.১৯ রুপি। এ নিয়ে টানা সপ্তম কর্মদিবসে রুপির ‘ফ্রি-ফল’ বা অবাধে দরপতন ঘটেছে। এতে প্রায় ৬ রুপি অথবা শতকরা ৩ ভাগের ওপর পতন হয়েছে। কিন্তু এ অবস্থায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক দৃশ্যত ছিল অসহায়। তারা কিছুতেই রুপির এ দরপতন নিয়ন্ত্রণ করতে পারছিল না।
এএ কমোডিটিজের পরিচালক আদনান আগর বলেছেন, আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের সঙ্গে স্টাফ-পর্যায়ে চুক্তি না করা পর্যন্ত এ দরপতন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের হৃদয়মন একেবারে ভেঙে গেছে। এ অবস্থাকে শক্তিশালী করা যেতে পারে শুধু আইএমএফ ফ্রন্ট ইতিবাচকভাবে উন্নতির মাধ্যমে।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান আরও একটি লংমার্চ ঘোষণা করেছেন। এতে ডলারের বিপরীতে রুপির দামে বড় রকম প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে।