কলোম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো

২১ জুন ২০২২

কলোম্বিয়ায় প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক বিদ্রোহী যোদ্ধা গুস্তাভো পেট্রো। নির্বাচিত হয়েই কট্টোর বামপন্থী এ নেতা দেশটির অর্থনীতিতে আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। রোববারের নির্বাচনের ফল ঘোষণার পর জানা যায়, পেট্রো পেয়েছেন ৫০.৪ শতাংশ ভোট। অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রডলফো হার্নান্দেজ পেয়েছেন ৪৭.৩ শতাংশ ভোট। খবর আল-জাজিরার।

 

প্রেসিডেন্ট নির্বাচনে গুস্তাভো দেশের নির্মাণ শিল্পের ধনকুবের রডলফো হারনান্দেজকে ৭ লাখ ১৯ হাজার ৯৭৫ ভোটে পরাজিত করেন। জয় পাওয়ার পর রাজধানী বোগোতায় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পেট্রো। এতে তিনি বলেন, কলোম্বিয়ায় পরিবর্তন আসছে। এ বাস্তবিক পরিবর্তন আমাদেরকে উদ্দেশ্য হাসিলে সহায়তা করবে। এ রাজনীতি ভালোবাসার, বোঝাপড়ার এবং আলোচনার।

 

এক সময় তিনি ছিলেন একজন সশস্ত্র বিদ্রোহী যোদ্ধা। এম-১৯ মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন। একসময় জেলেও যেতে হয়েছিল তাকে। তবে ৬২ বছর বয়স্ক পেট্রো এখন সবাইকে নিয়েই দেশ গড়তে চান। তিনি তার ভাষণে জাতীয় ঐক্যের ডাক দেন। বিরোধী নেতাদের মধ্যে যারা তার সবথেকে বড় সমালোচক ছিলেন, তাদেরকেও প্রেসিডেন্টের ভবনে আমন্ত্রণ জানিয়েছেন পেট্রো। তিনি সবার সঙ্গে কলোম্বিয়ার সমস্যা নিয়ে আলোচনা করতে চান বলেও জানান।

 

এর আগে গুস্তাভো দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু বিজয়ের মুখ দেখেননি। গেরিলা আন্দোলনে যুক্ত থাকার সময় একবার সেনাবাহিনী তাকে আটক করে নির্যাতন করেছিল। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে- কলম্বিয়ার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসতে পারে।


মন্তব্য
জেলার খবর