সাকিব-বুবলির সিনেমা নিয়ে শঙ্কা

২১ জুন ২০২২

আসছে ঈদুল আজহায় নায়ক শাকিব খানের অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার মুক্তি হওর কথা ছিলো। সব কাজ প্রায় শেষ হয়ে গেলেও অনিশ্চিত হয়ে পড়েছে সিনেমাটির মুক্তির দিন। কারণ গল্পের শুটিং, ডাবিং, এডিটিং সবকিছু শেষ হলেও সিনেমাটির গানের দৃশ্যের শুটিং এখনো বাকি থাকায় মুক্তি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

 

গানের দৃশ্যের শুটের জন্য শাকিব খান এ মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন কিনা তা নিশ্চিত করে কিছুই জানা যাচ্ছে না। 

 

 

এদিকে, বেঙ্গল মাল্টিমিডিয়ার সিইও আশিকুর রহমান কোনোভাবেই অসম্পূর্ণভাবে ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তি দিবেন না বলে জানা যায়। কারণ, তিনি দর্শককে প্রতারিত করতে চান না।

 

সামাজিক সচেতনতামূলক গল্পে তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। শাকিব-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসিরসহ অনেকেই।


মন্তব্য
জেলার খবর