দেশের বাজারে নিত্যপণ্যের দর ঊর্ধ্বমুখী। উদ্ভুত পরিস্থিতিতে মাথাচাড়া দিয়ে উঠেছে অসাধু ব্যবসায়ীরা। তারা সংখ্যায় সীমিত হলেও শক্তিতে কঠিন। যদিও সরকার তাদের প্রতি কঠোর হয়েছে, তারপরও তাদের রুখতে মানুষকে সচেতন হতে হবে। অসাধু ব্যবসায়ীদের মাথাচাড়া দিয়ে উঠা ও তাদের প্রতি সরকারের কঠোর হওয়ার কথা জানিয়েছেন খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মানুষকে সচেতন হওয়ার আহবানও তিনিই জানিয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এ সভা হয়, সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
দেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাজারের দর বৃদ্ধিকে দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। আর এ সুযোগে রাতারাতি ভাগ্য বদলাতে চাওয়া ব্যবসায়ীদের সতর্ক করে বলেছেন, ‘লাভ করুন, কিন্তু লোভ করবেন না।’
সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহবান জানিয়ে টিপু মুনশি বলেন, প্রতারিত হলে প্রতিবাদ করতে হবে। ভোক্তা অধিদফতরে অভিযোগ করতে হবে। ভোক্তা অধিদফতরকে আরো কার্যকর হওয়ার নির্দেশ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকার আইনটি সবাইকে জানাতে হবে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে কাজ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিষয়ে আরও সচেতন হতে হবে। বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সততার সঙ্গে কাজ করার আহবান জানান এ সময়।
সভায় আরো বক্তব্য দেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
এমকে