মন্তব্য
বন্যার পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত সিলেট অঞ্চলে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকালে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়।
প্রাপ্ত তথ্যমতে, মারা যাওয়াদের সিলেটে ১৪ জন, মৌলভীবাজারে তিন ও সুনামগঞ্জে পাঁচ জন রয়েছেন। এর মধ্যে সিলেটের জৈন্তাপুরে মা-ছেলে রয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চলতি বছরের দ্বিতীয় বন্যায় সিলেট বিভাগের প্রতিটি জেলাই কম-বেশি আক্রান্ত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বিভাগের চার জেলার কয়েক লাখ মানুষ। সিলেট নগরীর অধিকাংশ এলাকাসহ সুনামগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
এমকে