ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাই সংক্রান্ত বৈঠকে যায়নি বিএনপিসহ রাজনৈতিক ৫টি দল। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার (২১ জুন) বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়েছে। এদিনে দ্বিতীয় ধাপে আয়োজিত বৈঠকে ১৩ দলকে আমন্ত্রণ জানানো হয়। বাকি ৮ দলে সেখানে গেছে।
বৈঠকে অংশ না নেওয়া বাকি দল হচ্ছে- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ(বিএমএল)।
বৈঠকে গেছে- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্যান্য নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), রাশেদা সুলতানা, মো. আলমগীর, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ও ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
এর আগে প্রথম ধাপে ১৯ জুন ১৩ দলকে আমন্ত্রণ হয়েছিল। সেখান ড. কামাল হোসেনের গণফোরাম, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ ও আন্দালিব রহমান পার্থর বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি অংশ নেয়নি। আগামী ২৮ জুন একই বিষয়ে ইসির সঙ্গে আওয়ামী লীগসহ বাকি ১৩টি দলের বৈঠকের কথা রয়েছে।
এমকে