ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। ২০১৫ সালে আশিকি সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন এ নায়িকা। এরপর হিরো ৪২০, বাদশা-দ্যা-ডন, ধ্যাততেরিকিসহ সংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এবারের ঈদে তার ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সিনেমাটির সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ঈদে এ সিনেমা মুক্তির সম্ভাবনা আর নেই।
তবে বড় পর্দায় এ নায়িকার দেখা না মিললেও পবিত্র ঈদুল আজহাতেই দেখা যাবে ছোট পর্দায়। ‘আইকনম্যান’ শিরোনামে একটি টিভি ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি। সঞ্জয় সমদ্দারের নির্মাণে এতে নুসরাত ফারিয়ার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব।
টিভি ফিচার ফিল্মে অভিনয়ের ব্যাপারে ফারিয়া বলেন, ‘আইকনম্যান’ এ আমার চরিত্রটির নাম নোভা। এটা ধোঁয়াশার একটি চরিত্র, যা আমি কখনো করিনি। এখন কিছু বলতে চাচ্ছি না। ক’দিন পর এর ফাস্ট লুক প্রকাশ পাবে। তবে এতটুকু বলতে পারি, দর্শক এখানে ভিন্ন এক নুসরাত ফারিয়াকে দেখতে পাবেন। এর আগে সবাই আমাকে গ্ল্যামারাস চরিত্রে দেখেছেন। তবে এটি একদমই আলাদা। ঈদে সবাইকে এটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।