বানভাসী মানুষের পাশে মনির খান

২২ জুন ২০২২

সিলেটে ভয়াবহ বন্যায় নাজেহাল অবস্থায় সিলেটের বানভাসী মানুষ। এসব পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকা। এবার সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।

 

মনির খান একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সাম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে গোটা সিলেট বিভাগ আজ পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছে। বানভাসী মানুষের স্পর্শকাতর এ দৃশ্য বিভিন্ন মাধ্যমে দেখে আমার হৃদয়ে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি অত্যন্ত আবেগাপ্লুত ও মর্মাহত হয়েছি। দেশের নেতৃস্থানীয় অনেকেই বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি একজন সংগীতশিল্পী হিসেবে এতে সামান্য অংশীদার হতে চাই।’

 

বেশ অনেক বছর ধরে মনির খান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে নিজের গানগুলো প্রকাশ করে আসছেন।  মঙ্গলবার বিকেল পাঁচটায় তার গাওয়া ‘দুঃখ রাখার জায়গা’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর মিল্টন খন্দকারের।

 

মনির খান অন্য একটি স্ট্যাটাসে লেখেন, ‘গানটি থেকে প্রাপ্ত অর্থ সিলেটে বানভাসী মানুষের কল্যাণে প্রদান করা হবে। আমি স্বশরীর সিলেটে পানিবন্দী মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করব। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। তবে পর্যাপ্ত অর্থ থাকলেও তা সব সময় যথাযথ কাজে আসে না, খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট সে কথাই আজ জানান দিচ্ছে।’

 

 


মন্তব্য
জেলার খবর