সিরিজ জয় বাংলাদেশের

২২ জুন ২০২২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বনানী আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে নেপাল-বাংলাদেশ আন্তর্জাতিক রাগবি সিরিজ। বাংলাদেশ রাগবি ফেডারেশন আয়োজিত এ সিরিজ দেশের মাটিতে প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা। আন্তর্জাতিক ই প্রতিযোগিতায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

 

সিরিজের দিনের সেভেন সাইড দুই ম্যাচেই নেপালকে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে ২০-০ পয়েন্টে এবং দ্বিতীয় ম্যাচে ১৯-০ পয়েন্টে জেতে বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ সিরিজ জিতেছে লাল সবুজরা।

 

বুধবার প্রতিযোগিতার একমাত্র ফিফটিন সাইড ম্যাচ অনুষ্ঠিত হবে।  এর আগে সকালে দ্বিপক্ষীয় সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, সাধারণ সম্পাদক মৌসুম আলী, এশিয়া রাগবির সভাপতি কায়েস আবদুল্লাহ আল দালাই ও নেপাল অলিম্পিক কমিটির মহাসচিব নিলান্দ্রা রাজ শ্রেষ্ঠা উপস্থিত ছিলেন। এর আগে দেশের বাইরে এশিয়ান রাগবি টুর্নামেন্টে নেপালকে দুবার হারিয়েছিল বাংলাদেশ।

 

গতকালও জয়টা অনুমিত ছিল। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে জয় তুলে নেয়। বাংলাদেশি খেলোয়াড়দের কাছে মোটেও পাত্তা পায়নি নেপাল। আন্তর্জাতিক রাগবি সিরিজ উপলক্ষে ঢাকায় এসেছেন এশিয়ান রাগবি ফেডারেশনের সভাপতি কায়েস আবদুল্লাহ আল দালাই। বাংলাদেশ এমন আন্তর্জাতিক টুর্নামেন্ট যেন আরও বেশি আয়োজন করতে পারে, সে ব্যাপারে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে দালাই বলেন, ‘এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে আমার। এর আগেও বাংলাদেশকে সহযোগিতা করেছে এশিয়ান রাগবি ফেডারেশন। এটা নতুন কিছু নয় আমাদের জন্য। আরও বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যা সহযোগিতা লাগে, সেগুলো করতে চাই আমরা।’


মন্তব্য
জেলার খবর