বলিউডের জনপ্রিয় অভিনেতা দুই অভিনেতা সালমান খান ও আমির খান। দুজনেই জনপ্রিয়তার শীর্ষে। দুজনে একসাথে অনেক সিনেমায় কাজও করেছেন। তবে সালমানের বিরুদ্ধে এবার ক্ষোভ ঝাড়লেন আমির।
এক সাক্ষাৎকারে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন আমির স্বয়ং। ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “সালমানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা খুব খারাপ। তখন ওকে আমার একদমই ভালো লাগেনি। আমার ওকে খুবই রূঢ় এবং বিবেচনাহীন বলে মনে হয়েছিল। সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতার পর ওর থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছিলাম।”
সময়ের সঙ্গে সাালমনের প্রতি আমিরের এই ধারণা বদলায়। ২০০২ সালে যখন আমিরের বিবাহ বিচ্ছেদ হচ্ছিল, তখন সালমন ছিলেন তার পাশে। জীবনের সেই টালমাটাল পরিস্থিতিতে ‘ভাইজান’-এর সঙ্গে বন্ধুত্ব হয় আমিরের। তিনি বলেন, “আমার জীবনের খুব খারাপ সময়ে সালমান বন্ধু হয়ে এসেছিল। আমার বিবাহ বিচ্ছেদ চলছিল তখন। আমরা দেখা করতাম, মদ্যপান করতাম। এ ভাবেই আমাদের বন্ধুত্ব শুরু। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছে।”
শোনা যাচ্ছে, আমিরের ‘লাল সিং চড্ডা’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমানকে। পর্দায় ফের দু’জনকে একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা।
আরআই