সিলেটের বন্যা অকল্পনীয়: প্রধানমন্ত্রী

২২ জুন ২০২২

সিলেটে অকল্পনীয় বন্যা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেখানে এবারের বন্যা স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহতম। বিগত একশ-সোয়া শ’ বছরের মধ্যে এমন প্রলয়ঙ্কারী বন্যা এ এলাকায় হয়নি। বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিলেট অঞ্চলের বন্যার ভয়াবহতার কথা তুলে ধরার সময় এ কথা জানান।

প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর ক্ষমতা মানুষ ও সরকারের নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তবে প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্ভোগ লাঘবে সরকারের দায়িত্ব রয়েছে। তিনি জানান, বন্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার এবং ত্রাণকার্য পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সময় ক্ষেপণ না করে প্রশাসনের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি এবং কোস্টগার্ড, পুলিশ বাহিনীকে নিয়োজিত করেছি। তার সরকার বন্যাকবলিত মানুষের পাশে আছে। তাদের যাতে কোনও সমস্যা না হয়, সেই ব্যবস্থা করবে- বলেন, শেখ হাসিনা।

বন্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বন্যা জানমালের যেমন ক্ষতি করে, তেমন এর উপকারিতাও আছে- পলিমাটির স্তর বৃদ্ধি করে।  কৃষিজমিকে ঊর্বর এবং সতেজ করে। ময়লা-আবর্জনা-জঞ্জাল ধুয়ে-মুছে সাফ করে নিয়ে যায়। এ ধরণের বন্যার সঙ্গে বসবাসে দেশের মানুষ অভ্যস্ত। স্বাভাবিক মাত্রার বন্যা মোকাবিলা করার সক্ষমতাও সরকারের রয়েছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্যার ঝুঁকি থাকবে, সেই প্রস্তুতি সরকারের আছে- যোগ করেন প্রধামন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর