দ্বিতীয় পদ্মা সেতু এখনই হচ্ছে না

২২ জুন ২০২২

আপাতত পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে না বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া-জাজিরার রুটে উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গ টেনে বলেন, এতবড় একটা কাজ শেষ করে আবার আরেকটা শুরু করতে পারবো না। আয়োজন থাকলেও দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা ভেবে দেখছে সরকার। ভবিষ্যতে যখন প্রয়োজন মনে করবো, তখন করবো।  বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।‌

এ প্রসঙ্গে শেখ হাসিনা আরো জানান, সরকারে আসার পর আমরা বিভিন্ন সেতু নির্মাণ করে সারা দেশটাকেই সংযোগ করেছি। কোনও প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রিটার্ন কী আসবে- সেটা দেখতে হবে। এখানে হয়তো সেতু করতে হতে পারে, করবো।  ওই জায়গাও খুব বড় নয়। কাজেই সেতুও বড় হবে না- যোগ করেন শেখ হাসিনা।

রিটার্ন বিষয়ে মাওয়া-জাজিরার পদ্মা সেতু প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, দৌলতদিয়া থেকে রাজবাড়ী মোড় পর্যন্ত ৩০-৩৫ কিলোমিটারের মতো যেতে হয়।  সেখান থেকে কামার খান ব্রিজ হয়ে কুষ্টিয়া যাওয়া যায়। পাংশা থেকে কুমারখালী পর্যন্ত যাওয়ার জন্য ব্রিজ করে দেওয়া হয়েছে। অনেক দিক থেকেই যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। এখানে কতটুকু রিটার্ন আসবে, কী আসবে, কতটুকু উন্নতি হবে- সেটা দেখতে হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর