রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে

২২ জুন ২০২২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। জনসাধারণের সুবিধার্থে বিশেষ অবস্থা বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত ১ থেকে কার্যকর হয়ে ১০ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। বুধবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় । বর্তমানে রাত ৮টার পরে এসব প্রতিষ্ঠান বন্ধ করতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা দেয় সরকার।

এদিকে এমন নির্দেশনা বাস্তবায়নে গত ১৯ জুন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী। বৈঠকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ থেকে ১০ জুলাই সময়ে রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার আবদার করেছিল ব্যবসায়ী নেতারা। এরপরই এ সিদ্ধান্ত আসলো।

এমকে


মন্তব্য
জেলার খবর