বানভাসি ২শ’ পরিবারের পাশে দাঁড়ালেন ধর্মপাশার সাংবাদিকরা

২২ জুন ২০২২

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাবের উদ্যোগে বানভাসি  প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার নৌকাযোগে উপজেলার সেলবরষ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আশ্রয় নেওয়া ১৫টি বন্যার্ত পরিবারসহ ওই ইউনিয়নের বীর দক্ষিণ, নতুন বাড়ি, মাটিকাটা ও ফুলুর গ্রামে এ ত্রাণ সামগ্রী  বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল-চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, ম্যাট্রোনিডাজল ট্যাবলেট ও প্যারাসিটামল ট্যাবলেট। ত্রাণসামগ্রী বিতরণকালে প্রেসক্লাবের আহবায়ক হাফিজুর রহমান চয়ন, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাইফ উল্লাহ, যুগ্ম আহবায়ক মো. ইমাম হোসেন, সদস্য সচিব মো. মিটু মিয়াসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর