মন্তব্য
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় দেখা মিলেছে বিরল প্রজাতির মাছ ‘অ্যাকোরিয়াম ফিস’। বুধবার (২২ জুন) সকালে চরমানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় নিজের পুকুরে মাছ ধরার সময় মামুন নামের এক ব্যক্তির জালে আটকা পড়ে এ মাছ। স্থানীয় লোকজনের কাছে মাছটি ‘টাইগার মাছ’ নামে পরিচিত।
মামুনের পুকুরে পাওয়া মাছটি ৩২ ইঞ্চি লম্বা, ওজন প্রায় ৮’শ গ্রাম। মাছটি দেখতে তার বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা। চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার বলেন, এটি একটি বিদেশি মাছ। সাকার মাউথ ক্যাটফিস ইংরেরি নাম হলেও এর বৈজ্ঞানিক নাম অ্যাকোরিয়াম ফিস। মাছটির শরীরে কাটা বেশী থাকায় খাওয়ার অনুপযোগী। মাছটিকে না মেরে নদীতে অবমুক্ত করে দেওয়া উত্তম।
এমকে