আকাশে থাকবে হেলিকপ্টার, দুই পাড়ে থাকবে বিশেষ কমান্ডো টিম

২২ জুন ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে আকাশে হেলিকপ্টার, সেতুর দুই প্রান্তে স্পেশাল কমান্ডো টিমসহ জনসভাস্থল (উদ্বোধন) এবং আশপাশের এলাকাজুড়ে থাকবে র‌্যাবের কড়া পাহারা। বুধবার (২২ জুন) জনসভাস্থল শিবচরের বাংলাবাজার ঘাটে  এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

র‌্যাব মহাপরিচালক বলেন, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে র‌্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের প্রতিটি সদস্য তৎপর রয়েছেন। সেতুর সার্ভিস এরিয়া ১ ও ২-এ পোশাকধারী সদস্যদের পাশাপাশি র‌্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সমাবেশস্থল, টোল প্লাজা, ফলক উন্মোচন স্থানসহ আশপাশে র‌্যাবের টহল তৎপরতা রয়েছে। অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের কন্ট্রোল রুম খোলা হয়েছে। সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল, অবজারভেশন ফোর্স থাকবে। সেতুর দুই প্রান্তসহ গুরুত্বপূর্ণ স্থানে বোম্ব ডিসপোজাল ইউনিট থাকবে। পাশাপাশি সেতুর দুই প্রান্তেই মেডিক্যাল টিম থাকবে তাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর