টিকিট বিক্রির অর্থ বন্যা দুর্গতদের দেবে বাফুফে

২৩ জুন ২০২২

দুটি প্রীতি ম্যাচ খেলতে মালয়েশিয়া নারী ফুটবল দল আগেই ঢাকায় এসেছে। আজ সাবিনাদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে অতিথিরা। পরের ম্যাচটি হবে আগামী ২৬ জুন। দুই ম্যাচের টিকিট বিক্রির অর্থ বন্যা দুর্গতদের দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচ দুটি হবে কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

 

প্রীতি ম্যাচ হলেও তা দেখতে হলে দর্শকদের টিকিট কিনে গ্যালারিতে প্রবেশ করতে হবে। গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। প্রাথমিকভাবে দশ হাজার টিকিট বিক্রি করা হবে। তবে থাকছে না কোনও ভিআইপি টিকিট। বুধবার সংবাদ সম্মেলনে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এ দুই ম্যাচের টিকিট বিক্রির অর্থ সিলেটে বন্যার্তদের সাহায্যে দেয়া হবে।

 

তিনি আরো বলেন, ‘দুর্গত এলাকায় যারা কষ্টে আছেন, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই।’

 

খেলা দেখতে আগ্রহীরা টিকিট সংগ্রহ করতে পারবেন বাফুফে ভবন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়াম এবং বায়তুল মোকাররম সংলগ্ন এলাকা থেকে। গতকাল রাত ৯টা পর্যন্ত টিকিট বিক্রি করেছে বাফুফে। এছাড়া ম্যাচের দিন সকাল ৯টা থেকে ম্যাচ চলাকালীন পর্যন্ত টিকিট পাওয়া যাবে।


মন্তব্য
জেলার খবর