মালয়েশিয়ার বিপক্ষে জিততে চায় বাংলাদেশ

২৩ জুন ২০২২

প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সবশেষ খেলেছিল গত বছরের সেপ্টেম্বরে। উজবেকিস্তানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারে গোলাম রাব্বানী ছোটনের দল। প্রায় ৯ মাস পর মালয়েশিয়ার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি দিয়ে আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন।

 

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে ভালো ফুটবল উপহার দিতে চান বাংলাদেশ নারী ফুটবল দল। ২০১৭ সালে সিঙ্গাপুরে মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হার দেখেছিল বাংলাদেশ। তবে ঢাকার দুটি ম্যাচ জিততে চাইছেন ছোটন।

 

তিনি বলেন, ‘জেতার জন্য আমরা মাঠে নামবো। আমাদের কোনো দূর্বলতা নেই। এখন অনুশীলন করে সবকিছু শুধরে নিয়েছি।’

 

নিজেদের প্রস্তুতি নিয়ে ছোটন বলেন, ‘রোজার পর থেকে কঠোর অনুশীলন করেছি। অ্যাডুকেশনাল ক্লাস হয়েছে মেয়েদের। আমরা পুরোপুরি প্রস্তুত এ দুই ম্যাচের জন্য। ধন্যবাদ বাফুফেকে এ ম্যাচের জন্য। দলের তিনজন ছাড়া সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।’

 

কোচ ছোটন বলেন, ‘এম্যাচে মালয়েশিয়া ফিজিক্যাল ফিট। অভিজ্ঞতায়ও এগিয়ে। তাই ম্যাচেও এগিয়ে থাকবে তারা।’

 

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘দীর্ঘ ৮-৯ মাস পর ফিরছি। র‌্যাংঙ্কি কিছু সময় মেটার করে। কিছু সময় ভালো কেটেছে। মূল ফোকাস থাকবে এ ম্যাচে। র‌্যাঙ্কিংয়ে ফেরার সুযোগ এটি আমাদের জন্য। এটা গুরুত্বপূর্ণ। ফোকাস থাকবে দেশের মানুষকে ভালো খেলা উপহার দেয়ার। আশাকরি হতাশ করবো না।’


মন্তব্য
জেলার খবর