এবারের ঈদেও সাবিলার ‘রঙিলা ফানুস’

২৩ জুন ২০২২

বাংলাদেশের নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন সাবিলা নূর। ঈদ উপলক্ষ্যে তার নাটক থাকেই। গত ঈদে সিএমভির ব্যানারে মুক্তি পাওয়া শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’ নাটকটি প্রধান চরিত্রে অভিনয় করেন সাবিলা নূর। নাটকটি ইউটিউবে কোটি ভিউ হয়েছে।

 

এবারের কুরবানিতে একই নির্মাতা হাজির হচ্ছেন ‘রঙিলা ফানুস-২’ নিয়ে। এবারও প্রধান চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। সঙ্গে আছেন তৌসিফ মাহবুব। নাটকটির রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

 

শিহাব শাহীন জানান, নাটকটির নাম ও প্রধান অভিনেত্রী একই হলেও এবরের গল্প একটু আলাদা। আগেরটির মতো এটিও সিচুয়েশনাল কমেডি নাটক। দর্শকের বিনোদনকে মাথায় রেখেই বানানো হয়েছে। তবে সমাজের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের অদ্ভুত সব স্বপ্ন আর সেটি বাস্তবায়নের প্রয়াস নিয়ে এবারের গল্পটি সাজানো হয়েছে।’ এবার ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।


মন্তব্য
জেলার খবর