দেশের বন্যা কবলিত জেলায় পানিতে ডুবে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে সিলেট বিভাগেই আছে ২৭ জন এছাড়া পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮ জন। বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে জানানো হয়েছে , এ পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জন। নতুন করে যে ২৮ জন মারা গেছেন, তার মধ্যে বাকি একজন রংপুর বিভাগের। বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে ডায়রিয়ার রোগী ২ হাজার ৮৯৫ জন। এর আগে ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত বন্যায় মোট ৪২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
বিবৃতির হিসাবে, বিভাগ অনুযায়ী ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহে ১৮, রংপুরে ৪ এবং সিলেটে ৪৮ জন মারা যায়। আর জেলা অনুযায়ী এ সংখ্যা সিলেটে ১৬, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১, মৌলভীবাজারে ৩, ময়মনসিংহে ৫, নেত্রকোনায় ৫, জামালপুরে ৫, শেরপুরে ৩, কুড়িগ্রামে ৩ এবং লালমনিরহাটে ১জন।
এমকে